স্বাধীনতা দিবসে রাশিয়া আওয়ামী লীগের আলোচনা সভা

Awamileague Times
By Awamileague Times মার্চ ২৬, ২০১৮ ১৯:১২

স্বাধীনতা দিবসে রাশিয়া আওয়ামী লীগের আলোচনা সভা

বারেক কায়সার, মস্কো, রাশিয়া: গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রাশিয়া আওয়ামী লীগ। রবিবার মস্কোর ফ্রেসবুর্গার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়নের কথা সকলের নিকট তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রপাগান্ডার জবাব দিতে হবে। এছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

অন্যদিকে বাংলাদেশকে বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিসহ দেশের সকল অর্জনের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আলোচনা সভায় বলা হয়, গণহত্যা দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের জঘন্যতম এই হত্যাযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। আর এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আর এই স্বীকৃতি অর্জনের মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরিপূর্ণতা পাবে।

আলোচনা সভায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত ও তৎকালিন সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। একাত্তরের পরাজিত শত্রুরা বাংলাদেশকে বারবার পিছনে নিয়েছে বলে উল্লেখ করা হয়। রাজাকার আল-বদর ও তাদের সহযোগীরা এখনও সক্রিয় রয়েছে দাবি করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে পরাজিত করার অঙ্গীকার করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মো. হাসিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন সিআইপি, সহ-সভাপতি ড. শেখ হাবিবুর রহমান, প্রবীর কুমার সরকার, বিশিষ্ট নেতা প্রেমানন্দ দেবনাথ, যুগ্ম-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর সেলিম, সাকিল আহমেদ টিটু, মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বারেক কায়সার, রাশিয়া আওয়ামী লীগের বিভাগীয় সম্পাদক মো. রফিক আহমেদ, মো. শাহরুল ইসলাম, মো. খোরশেদ আলম চৌধুরী, রাশিয়া ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, মো. এমরান প্রমুখ।#

Awamileague Times
By Awamileague Times মার্চ ২৬, ২০১৮ ১৯:১২
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner