ওয়াশিংটন ডিসি মেয়রের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা

Awamileague Times
By Awamileague Times মার্চ ২৯, ২০১৮ ২০:১৭

ওয়াশিংটন ডিসি মেয়রের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা

ওয়াশিংটন : ওয়াশিংটন ডিসি এর মেয়র ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কথা জানানো হয়।বুধবার সন্ধ্যায় দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার এর পক্ষে তার প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় বলা হয়, এই দিনটিতে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার অর্জনের কথা স্মরণ করছে।এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর ইতোমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

কলম্বিয়া জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি বাংলাদেশ দূতাবাসের অবদানের কথা উল্লেখ করে অনুষ্ঠানে মেয়র বাংলাদেশ রাষ্ট্রদূত ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ২৬ শে মার্চ ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

Awamileague Times
By Awamileague Times মার্চ ২৯, ২০১৮ ২০:১৭
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner