বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনাকে অভিনন্দন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

Awamileague Times
By Awamileague Times ডিসেম্বর ২০, ২০১৮ ১৬:৫৪

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনাকে অভিনন্দন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

বাংলা অক্ষর নিউ ইর্য়কঃ

বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স এর গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দ্য স্ট্যাটিসটিক্সেরেএ প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।

আরও অভিনন্দন জানিয়েছেন ঢাকা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রসিডেন্ট ডঃ সিদ্দিকুর রহমান , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান,  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীর ও সকল প্রবাসীরা।

Bangladesh’s Prime Minister Hasina Sheik arrives to attend the 10th Asia-Europe Meeting (ASEM) on October 16, 2014 in Milan. The Asia-Europe Meeting (ASEM) was created in 1996 as a forum for dialogue and cooperation between Europe and Asia held every two years alternatively in Asia and Europe. AFP PHOTO / GIUSEPPE CACACE (Photo credit should read GIUSEPPE CACACE/AFP/Getty Images)

অর এ স্বীকৃতিকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখেছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত।
এদিন জাতিসংঘের উন্নয়নের সব সূচকে বাংলাদেশ তার লক্ষ্য পূরণ করে এগিয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ অর্জনে সোমবার অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বলা হয়, এই ধারাবাহিকতা আরো ছ’বছর অব্যাহত থাকলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।

প্রচারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রচার সম্পাদক হাজী এনাম ও উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি কর্তৃক প্রচারিত।

Awamileague Times
By Awamileague Times ডিসেম্বর ২০, ২০১৮ ১৬:৫৪

  • Sorry. No data yet.
Ajax spinner