৯ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি দুই বাংলাদেশীসহ ৪ যুবকের মামলা আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে –

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৪, ২০১৬ ১৯:০২

৯ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি দুই বাংলাদেশীসহ ৪ যুবকের মামলা আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে –

 

বাংলা অক্ষর নিউইর্য়ক থেকেঃ

আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে। এ মামলা ঠুকেছেন ২ বাংলাদেশী ও তার চার বন্ধু। যাত্রীবাহী বিমান থেকে জোর করে নামিয়ে দেয়ার ঘটনায় এ মামলা দায়ের হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
এক মাস আগের ঘটনা। আমেরিকান এয়ারলাইন্সের ৪৪৭১৮ ফ্লাইটে করে টরেন্টো থেকে নিউইয়র্ক আসছিলেন ছয় বন্ধু। ধর্মীয় বিদ্বেষমূলকভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার জন্যে দুই বাংলাদেশী, এক শিখসহ ৪ যুবক সম্মিলিতভাবে আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে অবস্থিত ফেডারেল কোর্টে গত ১৮ জানুয়ারি সোমবার দায়েরকৃত এ মামলার সংবাদ সিএনএন, ফক্স, এনবিসি, নিউইয়র্ক টাইমসসহ শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়ায় ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়েছে।Ameri_Bangladesh_Millin_Tony2016

৯ মিলিয়ন ডলার (৭২ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন এটর্নী টাহানি আবুশি । ফ্লাইট থেকে নামিয়ে দেয়ায় প্রত্যেকের যে সম্মানহানী হয়েছে তার জন্যে এক মিলিয়ন ডলার করে মোট ৪ মিলিয়ন ডলার এবং ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শাস্তি হিসেবে ৫ মিলিয়ন ডলার অর্থাৎ মোট ৯ মিলিয়ন ডলার দাবি করা হয়েছে বলে এটর্নী আবুশি জানান। এ মামলার নোটিশ ২১ জানুয়ারিতেও আনুষ্ঠানিকভাবে হাতে না পাওয়ায় আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে মামলা দায়েরের প্রেক্ষাপট। ব্রুকলীনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে এটর্নী আবুশি উল্লেখ করেন, মুসলমান বলেই এহেন আচরণ করা হয়েছে আমার মক্কেলদের সাথে-যা অমার্জনীয় অপরাধ। শান আনন্দ শিখ হলেও তার পোশাক দেখে অনেক অজ্ঞ লোক তাদেরকে মুসলমান বলে মনে করে। এমন বিভ্রান্তির শিকার হয়ে ৯/১১ পরবর্তী সময়ে বেশ ক’জন মৃত্যুর শিকার হয়েছেন এই আমেরিকায়। ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার এ ঘটনাটি গত ডিসেম্বর মাসের। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভ’ত ফাইমুল আলম এবং মামুন কাশেম, ভারতীয় শিখ শান আনন্দ, মধ্যপ্রাচ্যের ডব্লিউ এইচ, পাকিস্তানের একজন এবং হিসপ্যানিক বংশোদ্ভ’ত আরেকজন-এই ৬ বন্ধু ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সে নিউইয়র্ক থেকে কানাডার টরন্টোতে বেড়াতে যান। সকলেরই বয়স ২০/২১ বছরের মধ্যে। টরন্টোতে কদিন কাটানোর পর একই ফ্লাইটে  ফেরার পরিকল্পনা করেন তারা। এজন্যে আনন্দ এবং আলম ৭৫ ডলার করে জরিমানা দিয়ে অন্য দু’জনের সহ-যাত্রী হন। ডব্লিউ এইচ এবং এম কে (সংবাদ সম্মেলনে এ দু’জনের নাম সংক্ষেপে উল্লেখ করা হয়) এয়ারপোর্টে বোর্ডিংয়ের সময় ৭০ ডলার করে প্রদান করে বিজনেস ক্লাসে তাদের টিকিট আপগ্রেড করেন। তারা প্রথম এবং তৃতীয় সাড়িতে সীট পান। অপর দুজনের সীট অনেক পেছনে ছিল। এ দু’জন অন্য দুই যাত্রীর সাথে সীট বিনিময় করে ৪ বন্ধুর পাশে বসেন। সবকিছু ঠিকই ছিল। ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশ্যে ছাড়ার পূর্ব মূহূর্তে এক শ্বেতাঙ্গ মহিলা ফ্লাইট এটেনডেন্ট এসে ফ্যাশন ডিজাইনার ডব্লিউ এইচকে ফ্লাইট থেকে নামতে বলেন। ডব্লিউ এইচ এমন বিব্রত অবস্থার কথা স্মরণ করে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভেবেছিলাম যে, বিশেষ কোন কারণে হয়তো ফ্লাইট খালি করা হচ্ছে। তাই আমি বিনা বাক্যব্যয়ে বাইরে চলে আসি। বাইরে আর কাউকেই দেখিনি। সে সময় ফ্লাইট এটেনডেন্ট আমাকে ব্যাগও নামাতে বলে। এরপর এম কে অর্থাৎ মামুন কাশেমকেও ফ্লাইট ত্যাগের আহবান জানান। সে সময় ফ্লাইটের অন্য যাত্রীরা ফাইমুল আলম এবং শান আনন্দকে ঘিরে নানা ধরনের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। ‘ভাগ্যিস এদেরকে নামিয়ে দেয়া হলো, অন্যথায় আমাদের কি অবস্থা হতো, আমাদের সন্তানেরা কোথায় যেতো’-এমন মন্তব্য করেন কয়েক যাত্রী। অর্থাৎ ফ্লাইট থেকে নামিয়ে দেয়ারা ভালো মানুষ ছিলেন না বলেই ঐসব যাত্রীরা ভেবেছেন। পাকিস্তানী এবং মধ্যপ্রাচ্যের দুই যুবক তখন গভীর তন্দ্রায় আচ্ছন্ন থাকায় তাদের নামানো সম্ভব হয়নি। আনন্দ, আলম, মামুন এবং ডব্ল্উি এইচকে টরন্টো এয়ারপোর্টে রেখেই আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নিউইয়র্কে চলে আসে। সে সময় এয়ারলাইন্সের কর্মকর্তারা এই ৪ জনকে জানান যে, ফ্লাইটের ক্রুরা স্বাচ্ছন্দবোধ করছিলেন না। কারণ, তারা সীট পরিবর্তন করে একইসাথে বসায় ভীতির সঞ্চার ঘটিয়েছিল। এটর্নী উল্লেখ করেন, ‘এ ধরনের আচরণের মাধ্যমে এয়ারলাইন্সের ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের নগ্ন বহি:প্রকাশ ঘটেছে, আমার মক্কেলরা বিব্রতবোধ করেছেন, এয়ারপোর্টের যাত্রীদের সামনে তাদেরকে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ পরবর্তী ফ্লাইটে অবশ্য এ ৪ জনকেই টরন্টো থেকে নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে পরিবহন করেছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট। মামলা দায়েরকারি ৪ জনেরই জন্ম নিউইয়র্কে। ভবিষ্যতে এমন বৈরী আচরণের শিকার আর কোন মুসলমান যাতে না হন সেজন্যে এ মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আলম, আনন্দ এবং তাদের এটর্নী বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে তাদের আইনজীবী বলেন, অসৌজন্যমূলকভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ায় প্রত্যেকের যে সম্মানহানি হয়েছে, সেজন্য ১ মিলিয়ন করে ৪ মিলিয়ন এবং ধর্মীয় বিদ্বেষপূর্ণ আচরণের জন্য আরও ৫ মিলিয়ন ডলার; অর্থাৎ মোট ৯ মিলিয়ন ডলার দাবি করা হয়েছে মামলায়। তবে মামলাসংক্রান্ত নোটিশ হাতে না পাওয়ার কথা জানিয়ে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যুক্তরাষ্ট্রের এ বিমান পরিবহন সংস্থার কর্মকর্তারা।

 

 

 

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৪, ২০১৬ ১৯:০২

  • Sorry. No data yet.
Ajax spinner