চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ৬ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৮, ২০১৬ ২৩:৫৬

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ৬ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ৬ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার ৫ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হলো— ১৫ দশমিক ২ কিলোমিটার (কি.মি.) চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৭০০ কোটি টাকা। ২ হাজার ৯৫৮ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে, ১৭৩ কোটি টাকা ব্যয়ে ডিটি বায়েজিত সংযোগ সড়ক, ৫৮ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে কদমতলী ফ্লাইওভার, ৪৫ কোটি টাকা ব্যয়ে অক্সিজেন থেকে কুয়াইশ ইন্টার-সেকশন বঙ্গবন্ধু এভিনিউ এবং ১ দশমিক ২০ কোটি টাকা ব্যয়ে অক্সিজেন ও কুয়াইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহত্ প্রতিকৃতি স্থাপন।
বৃহস্পতিবার সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহত্ ৪২ ফুট উঁচু দৃষ্টিনন্দন প্রতিকৃতি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী ৩০ জানুয়ারি এটি উদ্বোধন করবেন বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব তহবিলের ১ দশমিক ২০ কোটি টাকা ব্যয়ে প্রতিকৃতি নির্মিত হবে। সিডিএ চেয়ারম্যান বলেন, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের জনগণের দেখার সুবিধার জন্য দুটি প্রতিকৃতিটি ইন্টার-সেকশনে স্থাপন করা হচ্ছে।

খবর বাসসের।

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৮, ২০১৬ ২৩:৫৬

  • Sorry. No data yet.
Ajax spinner