গাছ চাপায় চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার মিঠুর মৃত্যুতে শোকাহত প্রবাসী বন্ধু মহল

Awamileague Times
By Awamileague Times মার্চ ৯, ২০১৬ ০৯:৫৯

গাছ চাপায় চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার মিঠুর মৃত্যুতে শোকাহত প্রবাসী বন্ধু মহল

 

তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্কঃ-

আমার স্কুল জীবনের বন্ধু চিত্রশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু আর নেই। ৭ মার্চ বিকালে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। সোমবার বিকাল ৩টার দিকে ধানমন্ডি তার নিজের অফিসে রিকশা দিয়ে যাওয়ার সময় ৪ নম্বর রোডের মাথায় আগেরদিন ঝড়ো হাওয়ায় পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছের ভাঙ্গা ডাল ঝুলে থাকাবস্থায় তার মাথায় পড়ে আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ সময় রিকশা চালকও আহত হন। তার চিকিৎসা চলছে। এদিকে গুরুতর আহত অবস্থায় ল্যাবএইড হাসাপাতলে নেয়ার পর বিকাল ৪টার দিকে চিকিৎসক খালিদ মাহমুদকে মৃত ঘোষণা করেন।Mithu_Tony12016

পরে তার মরদেহ শনাক্ত করার পর বাসায় নিয়ে যাওয়া হয়। এদিকে খালেদ মাহমুদের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে এসেছেন তার আত্বীয় সজন, ওয়েষ্ট এন্ড হাই স্কুল ৭৮ সালের ব্যাচের বন্ধু মহল ও সহকর্মীরা। মৃত্যুকালে তিনি তার স্ত্রী জনপ্রিয় শিল্পী কনকচাঁপা চাকমা, ২ সন্তান শিরোপা পূর্ণা ও আর্য শ্রেষ্ঠকে রেখে গেছেন।Mithu_Tony5 2016

খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে ৭৮ সালের ব্যাচের বন্ধু মহল ও পুরো মিডিয়াতে শোক নেমে আসে। এমন গুণী একজন পরিচালকের অকস্মাৎ মৃত্যুতে সবাই বিস্ময় প্রকাশ করেন। খালিদ মাহমুদ মিঠু বহু তথ্যচিত্র, দুটি চলচ্চিত্র এবং বহু নাটক নির্মাণ করেছেন।Mithu_Tony2 2016

তাঁর মৃত্যুতে আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি। এই দিকে প্রবাসী ও নিউ ইয়র্কে মিঠুর আকস্মিক মৃত্যূর খবর পেয়ে তার ওয়েষ্ট এন্ড হাই স্কুল ৭৮ ব্যাচের বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে। নিউ ইয়র্ক প্রবাসী তার বন্ধুরা বাল্যবন্ধু খালিদ মাহমুদ মিঠুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

‘গহীনে শব্দ’ চলচ্চিত্র নির্মাণ করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ১৯৭৮ সালে ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে বেরহন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এই নির্মাতার প্রথম  চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ মুক্তি পেয়েছিল ২০১০ সালের ২৬ মার্চ। এই চলচ্চিত্রের জন্যই সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠু। মিঠু পরিচালিত অপর চলচ্চিত্র ‘জোনাকির আলো’। তার পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ লাভ করেন।Mithu_Tony3 2016

বন্ধু খালিদ মাহমুদ মিঠুর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা ওয়েষ্ট এন্ড হাই স্কুল ৭৮ সালের ব্যাচের প্রবাসী বন্ধু মহল।Mithu_tony42016

সমবেদনা জ্ঞ্যাপন করিরা ওয়েষ্ট এন্ড হাই স্কুল ৭৮ ব্যাচের প্রবাসী বন্ধুরা হলেন এহসান মাসুম ভার্জেনিয়া, বেলাল মিনিশোটা, গোলাম নওশের প্রিন্স হিউষ্টন, মারুফ হক প্যানসিলভেনিয়া, রেজায়ুল হায়দার চৌধুরী(বাবুল) ক্যালিফনিয়া, মির্জা মনির শিকাগো মারুফ এ্যারিজোনা, আরিফ এ্যারিজোনা, বাবু লস এলজেল্স, ডাঃ টুকু, রুহুল, জহির, তৈয়ব নিউ ইর্য়ক, সবুর ব্যাংককুভার, সায়মন ডি রোজারিও ডালাস, মুনিম লস এনজেল্স, তারেক মোস্পফা, কামাল, জামাল সুইডেন, মনসুর জাপান, খোকা, কায়েড, নাসির কানাডা, কামরুল নিউজার্সী, পপি, ডাবলু, দিপু ভার্জেনিয়া, খায়রুল, শাহদাত, সায়েদ কামাল. টিটু প্রমূখ।

Awamileague Times
By Awamileague Times মার্চ ৯, ২০১৬ ০৯:৫৯

  • Sorry. No data yet.
Ajax spinner