ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসায় জন কেরি

Awamileague Times
By Awamileague Times আগস্ট ২৯, ২০১৬ ১১:০৮

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসায় জন কেরি

29.08.2016-11মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৯ ঘণ্টার ঝটিকা সফরে সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর হোটেলে বিশ্রাম নিয়ে তিনি ধানমণ্ডিতে যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

29.08.2016-12বঙ্গবন্ধু জাদুঘরের ডিজিটাল মন্তব্যের খাতায় কেরি লেখেন, সহিংস ও ভীতু এক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের অসাধারণ জ্ঞান সমৃদ্ধ ও উদ্দীপনাময় এক নেতাকে কেড়ে নেয়া হয়েছে। কিন্তু আজ বাংলাদেশ আবারো বঙ্গবন্ধুর আদর্শে তারই মেয়ের নেতৃত্বে বেড়ে উঠছে। (বাংলাদেশের জন্য) তার স্বপ্ন পূরণের পথে বন্ধু ও সমর্থক হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একত্রে কাজ করে যাবার বিষয়ে আমরা আশাবাদী।

29.08.2016-13এ সময় সেখানে জন কেরিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক।

এর আগে জন কেরি বিশেষ বিমানে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছান।

Awamileague Times
By Awamileague Times আগস্ট ২৯, ২০১৬ ১১:০৮

  • Sorry. No data yet.
Ajax spinner