নির্বাচন কমিশন নিয়ে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোর আহবান নৌপরিবহন মন্ত্রীর

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৭, ২০১৭ ১০:৪৩

নির্বাচন কমিশন নিয়ে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোর আহবান নৌপরিবহন মন্ত্রীর

যশোর : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান নির্বাচন কমিশন নিয়ে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়ে বলেছেন, রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে যে নাম পাবেন সেখান থেকে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে।তিনি বলেন, ‘ইসি গঠন নিয়ে বিএনপি অনেকে কথা বলেছে। রাষ্ট্রপতি ৩১ দলের সাথে কথা বলেছেন। তার ভিত্তিতে তিনি নির্বাচন কমিশন করবেন। এনিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কোন লাভ হবে না। বহু বিভ্রান্তি ছড়িয়েছেন, আর নয়।’

আজ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ইদরিস আলী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সভাপতি এ কে এম এ হামিদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

নৌ-পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘আমার মনে হয় বিএনপির রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। জন্ডিস কিন্তু একটা সংক্রামক রোগ, বিএনপি আর জামায়াত থেকে সাবধান থাকেন। কারণ, ওরা কিন্তু এ সংক্রামক রোগের মত ছড়াতে পারে।’নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সময়েই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব। আর বিএনপি জামায়াত চায় বাংলাদেশের অর্থনীতি যাতে এগিয়ে না যায়।’

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৭, ২০১৭ ১০:৪৩
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner