প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেছেন

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ৩০, ২০১৭ ২১:৫৭

প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেছেন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। আজ ঢাকার জিপিও থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বিক্রি শুরু হযেছে, যা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসমূহেও পাওয়া যাবে। দেশের চারটি জিপিওতে বিশেষ সীলমোহরযুক্ত খাম বিক্রির ব্যবস্থা করা হয়েছে, যা উদ্বোধনী খাম হিসেবে ব্যবহার করা যাবে।

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ৩০, ২০১৭ ২১:৫৭
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner