বিএনপি জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা করছে : ওবায়দুল কাদের

Awamileague Times
By Awamileague Times এপ্রিল ১, ২০১৭ ১১:৫৬

বিএনপি জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা করছে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা করছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়।’

তিনি আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন কালে এ কথা বলেন।এ সময় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পরাজিত হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেও সরকার বিজয়ী হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগে অনৈক্য থাকায় কুমিল্লার সিটি নির্বাচনে দল হেরেছে। তবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। আর এ কারণে সরকার জিতেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ভুলতা ফ্লাইওভার আগামী জুন মাসে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে। এছাড়াও এই মহাসড়কে চিহ্নিত ১৪৪টি ব্ল্যাক স্পট সংস্কারের কাজও এই সময়ের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Awamileague Times
By Awamileague Times এপ্রিল ১, ২০১৭ ১১:৫৬

  • Sorry. No data yet.
Ajax spinner