গত ৯ বছরে রংপুরে বিপুল উন্নয়ন

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২, ২০১৮ ২০:০৮

গত ৯ বছরে রংপুরে বিপুল উন্নয়ন

রংপুর : অবকাঠামোগত, যোগাযোগ নেটওয়ার্ক ও সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনসহ রংপুরে বিগত ৯ বছর ধরে চলা উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে চলেছে।কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের আমলে এখানে উন্নয়নের লক্ষ্যে মোট ৩ হাজার ৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) বিগত বছরগুলোতে যোগাযোগ নেটওয়ার্কে টেকসই উন্নয়নে পরিকল্পনায়, পরিবেশ ও সাধারণ মানুষের আর্থসামাজিক পরিবর্তন পরিকল্পনায় ৬৪০ কোটি টাকা ব্যয় করেছে।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন জানিয়েছেন, বৃহত্তর কর্মকান্ডের মধ্যে রয়েছে ৭৭৮ কিমি রাস্তা নির্মাণ, ২হাজার ৫৬৫ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ, ৯টি হাট-বাজার, চারটি উপজেলা, ২২টি ইউনিয়ন পরিষদ কমপ্লেøক্স, সাত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।গণপূর্ত বিভাগ (পিডাব্লিউডি) বিভিন্ন ধরনের অবকাঠামোগত পরিবর্তনসহ গত ৯ বছরে ৪৯টি পরিকল্পনা বাস্তবায়নে জন্যে ৬শ’ কোটি টাকা ব্যয় করছে।পিডাব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম জানান, এসব বৃহৎ পরিকল্পনার মধ্যে রয়েছে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট বিল্ডিং, মেরিন একাডেমি, টেক্সটাইল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি ভবন, নার্সি কলেজ,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ, বিভাগীয় হেডকোয়ার্টার ও দুটি কারিগর প্রশিক্ষণ কেন্দ্র।

সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) গত ৯ বছরে ৩৬০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রধান সেতু , ৬৫ দশমিক ২০ কি.মি. রাস্তা ১৬ দশমিক ২৪ কি.মি ৪ লেন সড়ক নির্মাণ করেছে।আরএইচডি’র নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান জানান, বৃহৎ পরিকল্পনায় রয়েছে ৭৫০মি. তিস্তা সড়ক সেতু, ১২৬ মি. যমুনেশ্বরী সেতু, ৯৩ দশমিক ০২ মি. লাঙ্গলেরহাট সেতু, ও ৩০৩ দশমিক ৩২ মি. ড.ওয়াজেদ মিয়া সেতু।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত ৯ বছরে ৭০ দশমিক ৩০ কোটি টাকা ব্যয়ে ২০দশমিক ৭৬ কি.মি. বাঁধ নির্মাণ, ১৮১কি.মি সেচ কাঠামো ও ২০ কি.মি নদী খনন কাজ সম্পন্ন হয়েছে।

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২, ২০১৮ ২০:০৮
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner