কুখ্যাত সাকা ও মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকরের আনন্দ- উল্লাস ও মিষ্টি বিতারন মিশিগান যুবলীগের

Awamileague Times
By Awamileague Times নভেম্বর ২৫, ২০১৫ ০৫:৫৭

কুখ্যাত সাকা ও মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকরের আনন্দ- উল্লাস ও মিষ্টি বিতারন মিশিগান যুবলীগের

 

বাংলা অক্ষরঃ-

মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযোদ্ধারা বিচার পেলেন। এতে জাতি কঙ্কলমুক্ত হলো আর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পেলো। অনেক ধাপ পেরিয়ে অবশেষে ফাঁসি কার্যকরে পেয়েছে জাতি। এর মধ্যদিয়ে সত্যের জয় হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব বাকি রাজাকারদের বিচার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। শত ষড়যন্ত্র, চক্রান্ত ও বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বাধীনতা যুদ্ধ তথা মুক্তিযুদ্ধের এই দুই বিরোধী স্বনামধন্য ও ঘৃণিত রাজাকারের ফাঁসি কার্যকর করা একটি ঐতিহাসিক ঘটনা।যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন মিশিগান যুবলীগের নেতাকর্মীরা। ফাঁসির রায় কার্যকরের খবর পেয়ে তারা দলীয় কার্যালয়ে আনন্দ- উল্লাস ও একে অপরকে মিষ্টিমুখ করান।Missigan_Tony2015

এসময় মিশিগান যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরীর পরিচালনায় যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা নিয়ে অভিব্যক্তি ব্যক্ত করেন বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল আমিন মানিক, মিশিগান স্টেইট আওয়ামী লীগের সভাপতি সাহেদ আহমদ আনসারী, মিশিগান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবুল আহমদ বাচ্চু, সহ সভাপতি খলকুর রহমান, আলফু কামালী, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস শাকুর খান মাখন, মিশিগান স্টেইট আওয়া মীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলম্যান আবু আহমদ মুসা, এনাম মিয়া, কামরুল হাসান, মিশিগান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হুসেন, যুগ্ম সম্পাদক মাহবুব রাব্বি খাঁন, সালেহ আহমদ বাদল, নুরুল ইসলাম বাঙ্গালী, আবুল হুসেন বাঙ্গালী, মোস্তফা আল্লামা, মঞ্জুর খান, মিশিগান স্টেইট আওয়ামী যুবলীগের সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, দেলওয়ার আনসারী পাবেল, মাহবুব আলমগীর, শেখ জুনেদ, এম ডি মাহবুর রহমান, যুগ্ম সম্পাদক  সুলতান জে শরিফ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ গুলজার, সৈয়দ ইয়হিয়া, আনিছুজ্জামান, আওলাদ হুসেন মামুন, রুম্মান আহমদ স্বাগত, আতিক আহমদ শিমুল, রনি হাসনাত, সুবীর ক্রশ, তারেক আহমদ, আব্দুল ওয়াহিদ তানিম, সাইফুল ইসলাম, মিলাক আহমদ, কামরুজ্জামান, মিলাক আহমদ, লোকমান আহমদ, রাজ রহমান, আব্দুল আহমদ প্রমুখ।

 

Awamileague Times
By Awamileague Times নভেম্বর ২৫, ২০১৫ ০৫:৫৭

  • Sorry. No data yet.
Ajax spinner