আজ বাংলাদেশ ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড করবে রয়েল বেঙ্গল টাইগাররা

Awamileague Times
By Awamileague Times মার্চ ৬, ২০১৬ ০৫:২৯

আজ বাংলাদেশ ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড করবে রয়েল বেঙ্গল টাইগাররা

 

তৈয়বুর রহমমান টনি নিউ ইর্য়ক থেকেঃ-

আজ হবে লড়াই ভারতের সাথে ফাইনাল খেলা। সারা বিশ্বের ক্রিকেট পাগল বাংলাদেশী অধির আগ্রহে প্রহর গুনছে ফাইনাল খেলা দেখতে। প্রবাসে আমরা যারা আছি সবারই কাজ থাকে সকালে হয়তো বিকালে আবার কারও ব্যাবসা প্রতিষ্ঠান আছে। যত কিছুই থাকুক আজ ফাইনাল খেলা দেখতেই হবে, পাকিস্হানকে হারিয়ে আমরা ফাইনালে গিয়েছি। আমেরিকার নিউ ইর্য়কে বিশেষ করে জ্যাকসন হাইটসে প্রতিটি রেষ্টুরেন্টে সকল থেকে ভীর থাকবে। আর প্রায় প্রতিটি বাসায় হবে খেলা দেখার আড্ডা সেই উপলক্ষ্যে ঘড়ে তৈরী করবে মজাদার খাবার খেলা দেখা উপলক্ষ্যে। আর আজ সরকারি ছুটির দিন থাকায় সবাই অনেক খুশী।India-vs-Bangladesh-Scorecard-T20-World-Cup-2014

ঢাকায় মিরপুরের মাঠভর্তি দর্শক, টিএসসিতে জায়ান্ট স্ক্রিনের সামনে উত্তাল তারুণ্য, মাঠের বাইরে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যায়ের প্রতিটি হলে এলইডি টিভির সামনে শিক্ষার্থীরা, দেশে-প্রবাসে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো চায়ের দোকান, লঞ্চ ঘাট-বাস টার্মিনাল-রেলস্টেশন আর ঘরের টিভি সেটের সামনে বসে আপামর জনতা। বলার অপেক্ষা রাখে না রোববার (০৬ মার্চ নিউ ইর্য়ক সময় সকাল ৮.৩০ টায়) সন্ধ্যায় পুরো বাংলাদেশের চিত্র হবে এমনই! মাশরাফিরা ভারতের বিপক্ষে এশিয়া কাপ শিরোপা জিতে ইতিহাস গড়বেন এমন প্রত্যাশায় একসুতোয় গেঁথে উঠবে মাঠ ও মাঠের বাইরে দেশে-বিদেশে থাকা শতশত কোটি প্রাণ।
‘আমাদের ম্যাচে দর্শক সবসময়ই পাশে থাকেন। তাদের জন্যই আমাদের এতদূর আসা। তাদের অনুপ্রেরণাতেই আমরা ভালো খেলে থাকি। তারা আমাদের ম্যাচের বড় একটি অংশ।’ ঠিক এভাবেই ভারতের বিপক্ষে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন শনিবার (০৫ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাঠে দর্শকদের সরব উপস্থিতির প্রয়োজনীতা জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর দর্শকদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে রোববার (৬ মার্চ) এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সন্দেহ নেই ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময়েই শক্তিশালী দল। তাছাড়া আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ধোনিরা ১ নম্বরে আর বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মাশরাফিদের খেলতে হবে মূলত এমন বাস্তবতাকে সামনে রেখেই। তবে আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বসেরা এই দলটিকে মাশরাফি সমীহ করলেও ভয় পাচ্ছেন না একেবারেই। আর শিরোপা জিততে তাদের বিপক্ষে অসাধারণ বা অস্বাভাবিক খেলা নয় বরং স্বাভাবিক খেলাটি খেলেই দারুণ কিছু করতে চাইছেন তিনি।Pic by Tony -NY2016
ভারতের বিপক্ষে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে একটিতেও তারা জয়ের দেখা মেলেনি। দলটির বিপক্ষে এমন পরিসংখ্যান সামনে রেখে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে রোববার মাঠে নামবে লাল-সবুজের দল।

দলটির বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কথা স্বীকার করে তা গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন মাশরাফি। ‘ভারতের ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী। টপঅর্ডারের ছয়জন ব্যাটসম্যান রয়েছে যারা যেকোনো জায়গা থেকে ম্যাচ বের করে নিতে পারেন। তবে, আমাদের বোলাররা ছেড়ে কথা বলবে না।’
এদিকে, স্বাগতিক হওয়ায় ভারতের বিপক্ষে এই ম্যাচে কন্ডিশন মাশরাফিদের পক্ষেই কথা বলছে। হোম কন্ডিশনের এমন সুযোগ কাজে লাগিয়ে টাইগাররা জয় পেতেই পারেন। তবে মাশরাফি মনে করেন, শুধু কন্ডিশন অনুকূলে থাকলেই হবে না। ম্যাচের শুরু ও শেষটা অবশ্যই ভালো করতে হবে।’
দলের তরুণদের বড় শক্তি বলে মনে করেন দলনেতা মাশরাফি। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী এ ম্যাচে খেলতে দলের তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতি মাশরাফিকে ভাবালেও আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদের পেস নৈপূন্য ভারতের বিপক্ষে দারুণ কিছু করার অভয় যোগাচ্ছে তাকে।
গেল বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আইসিসি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের ওইম্যাচই মাশরাফির জীবনের সবচেয়ে বড় ম্যাচ ছিল। আর এবার জীবনের অন্যতম বড় ম্যাচ হয়ে এলো এশিয়া কাপের ফাইনাল। যা জিততে এক রকম মুখিয়েই আছেন তিনি।

সেই কাজটি যদি করতে পারেন তাহলে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের ইতিহাসটাও রচিত হবে মাশরাফির নেতৃত্বে।
প্রথম ম্যাচে বাংলদেশের বিপক্ষে জয় পাওয়া ভারত তাদের এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে ফাইনালেও। তবে আগের মতো নয়, এবারের জয়টি পেতে তারা নাকি ভিন্ন কৌশল অবলম্বন করবেন বলে জানালেন ভারত টিম পরিচালক রবি শাস্ত্রী। ‘আমাদের দলে আছে এক ঝাঁক অভিজ্ঞ খেলোয়াড়, যাদের নিয়ে একটি ভিন্ন আঙ্গিকে আমরা এই ম্যাচে টিম বাংলাদেশকে মোকাবেলা করবো।’
আর এই ম্যাচে মাশরাফিদের বিপক্ষে জয় পেতে দলের এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর না করে পুরো দলের ওপর ভরসা করছেন রবি শাস্ত্রী।
‘ভারতের ক্রিকেটে এক বা দুজন খেলোয়াড়ের নির্ভরশীল দল নয়। সবাই এ দলে সম্মিলিতভাবে পারফর্ম করে বলেই দলটি টিম ইন্ডিয়া নামে বিশ্বব্যাপী পরিচিত।’
এদিকে, পিচ বা উইকেট প্রতিটি ম্যাচেই বেশ গুরুত্ব পায়। সেই ধারাবাহিকতায় এ ম্যাচেও মিরপুরের উইকেট দু’দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। উইকেট কেমন আচরণ করবে তার ওপরে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করে।’
ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ‍নুরুল হাসান সোহান/মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হারডিক পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা/হরভজন সিং, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, রবীচন্দ্রন অশ্বিন।

Awamileague Times
By Awamileague Times মার্চ ৬, ২০১৬ ০৫:২৯

  • Sorry. No data yet.
Ajax spinner