বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৬, ২০১৭ ১০:৪৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।

এর পর প্রধানমন্ত্রী জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। এ সময় তিনি জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল এমপি, প্রধানমন্ত্রীর ভাগিনা রেজোয়ান সিদ্দিকী ববি, তাঁর পতœী ও দুই পুত্র পরিবারের অন্যান্য সদস্যগণ প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য আজ সকালে দু’দিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেন। রোভার মুট উদ্বোধন শেষে শেখ হাসিনা তাঁর পৈতৃক নিবাসে রাত্রি যাপন করবেন। তিনি শুক্রবার বিকেলে ঢাকা আসবেন।

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৬, ২০১৭ ১০:৪৬
01212016_11_ALBD_CONSTITUTION

  • Sorry. No data yet.
Ajax spinner