যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির ৮ জন নেতাকে বহ্নিষ্কার সংক্রান্ত সংবাদটি অসত্য এবং বিভ্রান্তিকর : যুক্তরাষ্ট্র আওযামী লীগের ৮ নেতা

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২০, ২০১৬ ০৩:৩০

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির ৮ জন নেতাকে বহ্নিষ্কার সংক্রান্ত সংবাদটি অসত্য এবং বিভ্রান্তিকর : যুক্তরাষ্ট্র আওযামী লীগের ৮ নেতা

 

নিউইয়র্ক : সম্প্রতি কোন কোন পত্রিকায় প্রকাশিত যুক্তরাষ্ট্র আওযামী লীগের শোকজ প্রাপ্ত ৮ জন নেতা মাহবুবুর রহমান, আইরিন পারভীন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, মুজাহিদুল ইসলাম, তৈয়বুর রহমান টনিকে বহ্নিষ্কার সংক্রান্ত সংবাদটির প্রতি আমাদের দৃষ্ট্রি আকৃষ্ট হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী এবং শুভাকাক্ষীদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি এবং নেতৃবৃন্দেকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারে বিধায় আমরা প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।_USAL_LOG_Tony

এখানে সকলের অবগতির জন্য স্পষ্টভাষায় উল্লেখ করতে চাই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সাহেব যখন পত্রিকায় বিবৃতি দিয়ে এই ধরনের কোন সিদ্ধান্ত না হওয়ার কথা জোরালোভাবে উল্লেখ করেন এমনকি তিনি এই ধরনের প্রচার প্রভাগান্ডায় কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান করেন। সেখানে কয়েকটি পত্রিকা কেন এই ধরনের একটি স্পর্শকাতর সাংগঠনিক বিষয়কে নানা ঘঠনা, রটনা এবং কল্প কাহিনীর আশ্রয় নিয়ে জনসম্মূখে প্রচার করতে গেল এটা আমাদের বোধগম্য হচ্ছে না। কাউকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেনেস্থা করা আর যাই হউক সুস্থস্ত সাংবাদিকতা হিসাবে গন্য করা যায় না। আমরা এই উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভান্তিককর সংবাদের তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি এবং সাথে সাথে সংশ্লিষ্ট পত্রিকাগুলিকে এই ধরনের স্পর্শকাতর এবং অসত্য সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানাচ্ছি।

সংবাদ প্রচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সে সকল সূত্র এবং তথ্যের উপর ভিত্তি করা হয়েছে এই গুলি অনেকাংশে বিভ্রান্তিকর এবং একপেশে। প্রতিবেদনের কোথাও তাদের ভাষায় অভিযুক্তদের কোন বক্তব্য নেওয়া হয় নাই। কিভাবে তথ্য গোপন রেখে এবং ক্ষেত্র বিশেষে অসত্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেত্রীবৃন্দকে নাজেহাল করার চেষ্টার কথা প্রতিবেদনে কোন উল্লেখ নাই। এখানে সবার অবগতির জন্য উল্লেখ করতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রমকে আরও গতিশীল করা নেতৃবৃন্দের সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সক্রিয়তা এবং দেশে বিদেশে বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে আরও কার্যকর পথ এবং পন্থা নির্ধারন করার জন্য কার্যকরি কমিটির সভার আয়োজন করতে নানাভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি কিন্ত অত্যান্ত দূঃখ এবং ক্ষোভের সঙ্গে উল্লেখ করতে চাই যে এক অজ্ঞাত কারনে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের অনীহা এবং অসহযোগীতার কারণে এটা সম্ভব হয় নাই। এমনকি বার বার প্র¯ুÍতি নেওয়ার পরও হঠাৎ কোন কারণ ছাড়াই অসাংগঠনিকভাবে এই সকল উদ্যোগকে বাতিল করা হয়। আর ইদানিং কার্যকরি কমিটির সভার নামে কিছু আজ্ঞাবাহী ব্যক্তিবর্গকে নিযে গ্রুপ মিটিং করে এটাকে কার্যকরি কমিটির সভা হিসাবে প্রচার করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করা হচ্ছে। অসম্মান জনকভাবে মাননীয় নেত্রীর স্বাক্ষরীত কমিটিকে নানাভাবে পরিবর্তন, পরিসংযোজন করা হচ্ছে ।

মাননীয় নেত্রীর স্বাক্ষরীত কমিটির দুই তৃতীয়াংশ সদস্যকে অবজ্ঞা এবং অজ্ঞাত রেখে এই ধরনের সভা করে সাময়িক লাভবান হওয়া যায় কিন্তু চূড়ান্ত বিবেচনায় এই গুলি ঝুমেরাং হতে বাধ্য। একটি সংগঠনে সামায়িক ভূল বুঝাবুঝি হতে পারে সংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভিন্ন মত ভিন্ন পথ থাকতেই পারে এই গুলির যথাযত সামাধান না করে সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিভাবে সংগঠনের নেতৃবৃন্দকে হেয়ও করা কিংবা রাজনৈতিকভাবে ঘায়েল করার দৌড় ঝাপে আত্বতৃপ্তি যে কেহ পেতেই পারেন এতে সংগঠনের কোন কল্যাণ নিহীত নয়। পরিশেষে অত্যান্ত গুরুত্ব দিয়ে আমরা উল্লেখ করতে চাই যে আমরা ঐক্যবন্ধভাবে কাজ করতে চাই কোন ধরনের বিরাগ বিভাজনের রেখা টেনে সংগঠনের কার্যক্রম থেকে কাউকে দূরে রাখার নীতিতে বিশ্বাস করি না। আশা করি আমাদের আজকের এই বক্তব্যের পর সকল ভূলবুঝাবুঝির অবসান ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি

 

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২০, ২০১৬ ০৩:৩০

  • Sorry. No data yet.
Ajax spinner