জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Awamileague Times
By Awamileague Times সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০১:১৯

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বাংলা অক্ষর, নিউইয়র্ক থেকে :নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ম্যানহাটনের ৪৬ স্ট্রিটে বুধবার সন্ধ্যায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। তারা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশর ভাবমূর্তির কথা মিছিলে মিছিলে তুলে ধরেন।

28-copy

সতর্ক প্রহরার মধ্যে  পরস্পর বিরোধী কর্মসূচি পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপি। ২১ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ঐ ভাষণের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৭টা ৫৮ মিনিট পর্যন্ত।5

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার পাশাপাশি বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। ‘বিএনপির দুই গুণ-লুটপাট আর খুন’, ‘যেখানে বিএনপি-সেখানেই প্রতিরোধ’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।14

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাবেক এমপি মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান, আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী. আবুল কাশেম, এম এ সালাম, এম এ জলিল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফারুক আহমেদ,আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, মাহবুবুর রহমান টুকু, আবুল মনসুর খান, তৈয়বুর রহমান টনি,11

আব্দুল মালেক, দেওয়ান বজলু,শাহানা রহমান, জাহাঙ্গীর চৌধুরী, নুরন নবী চৌধুরী, বাংলাদেশ ছাএলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসেন, যুক্তরাষ্ট্র ছাএলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারন সম্পাদক আল-আমিন।6

মুজিবুর রহমান, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, সাইফুল ইসলাম রহীম, হাকিকুল ইসলাম খোকন, সেলিনা আজাদ,মমতাজ শাহানাজ, নাহার নিগার, সাইকুল ইসলাম, মাহী উদ্দিন, নুরুন নবী,3

খসরুজামান খসরু, জেড এ জয়, নুরুজজামান সরর্দার, সেবুল দেবনাথ, যুবলীগের সভাপতি তরিকুল হায়দার চৌধুরী,বাহার খন্দকার  সবুজ,  প্রমুখ। এ কর্মসূচিতে বস্টন থেকেও এসেছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী এবং সেক্রেটারি ইউসুফ ইকবাল।

ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের সভাপতি সাদেক খান এবং সেক্রেটারি মাহমুদুন্নবী বাকি, শিকাগো থেকে মনির হোসেন, আটলান্টা থেকে মোঃ আলী, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সামীম ও  ক্যালিফনির থেকে ডাঃ রবি, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, , নেতৃত্বে একদল নেতা-কর্মী অংশ নেন এই শান্তি সম8

ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের সভাপতি সাদেক খান এবং সেক্রেটারি মাহমুদুন্নবী বাকির নেতৃত্বে একদল নেতা-কর্মী অংশ নেন এই শান্তি সমাবেশে।

 

Awamileague Times
By Awamileague Times সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০১:১৯

  • Sorry. No data yet.
Ajax spinner