নিউইয়র্ক সোসাইটির কামাল-রুহুল’ প্যানেলের বিজয় উৎসব হয়ে গেল

Awamileague Times
By Awamileague Times নভেম্বর ১৭, ২০১৬ ০৪:০৩

নিউইয়র্ক সোসাইটির কামাল-রুহুল’ প্যানেলের বিজয় উৎসব হয়ে গেল

 

তৈয়বুর রহমান টনি নিউইয়র্ক :

বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনে জয়ী ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয় উৎসব। ‘কামাল-রুহুল‘ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ৬ নভেম্বর রোববার সন্ধ্যায়  এই উৎসবের আয়োজন করা হয়।bs9

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ। অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন এটর্নী বুশ ফিসার, সাবেক এমপি শহীদুর রহমান, সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ, নবনির্বাচিত সহ সভাপতি আবুল খালেক খায়ের, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহুল আমি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, আলহাজ সোলায়মান ভুইয়া ও সৈয়দ বসারত আলী, সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সদস্য এম এ কাইয়ুম, ‘কামাল-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলী ইমাম শিকদার, আহ্বায়ক এডভোকেট জামাল আহমেদ জনি ও সদস্য সচিব হাজী মফিজুর রহমান, কমিউনিটি নেতা ও সাবেক সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।bs7

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজহারুল হক মিলন।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ৯/১১-এর ঘটনা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।bs11

দোয়ার পরিচালনা করেন মওলানা আবুল কালাম। অনুষ্ঠানে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ী প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া ‘কামাল-রুহুল’ প্যানেলের চার বরোর নির্বাচন পরিচালনা কমিটিরকে প্যানেলের পক্ষ থেকে প্ল্যাক প্রদান করা হয়। সোসাইটির সাবেক সভাপতি এম আজিজের হাত থেকে বরোগুলোর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ প্ল্যাকগুলো গ্রহণ করেন।bs3

বাংলাদেশ সোসাইটির এবারের দ্বি-বার্ষিক (২০১৭-২০১৮) নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে। অর্থাৎ গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সোসাইটির ১৯ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ সহ ১৭টি পদেই ‘কামাল-রুহুল’ প্যানেল জয়ী হয়।bs5

বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান পরিচালনা করেন ‘কামাল-রুহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট জামাল আহমেদ জনি, সদস্য সচিব হাজী মফিজুর রহমান ও সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক পদে পুন:নির্বাচিত মনিকা রায়।

সবশেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানের কর্মসূচী চলে।নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পাতি হয়।

 

 

 

Awamileague Times
By Awamileague Times নভেম্বর ১৭, ২০১৬ ০৪:০৩

  • Sorry. No data yet.
Ajax spinner