ছায়া মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৭, ২০১৭ ০৪:১২

ছায়া মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ

তৈয়বুর রহমান টনিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক বৃটেনের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে লিখিত চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি। গত বছরের সেপ্টেম্বরে লেবার পার্টির শিক্ষাবিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়ার জন্য বেক্সিটের একটি বিলের পক্ষে ভোট দিতে বলায় ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘‌‌‌ইইউ ত্যাগের বিষয়টি আমার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, ইইউ ছাড়লে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।’

উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়ন পেয়ে হ্যাম্পস্টিড ও কিলবার্ন এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর থেকে দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। সূত্র: বিবিসি।

Awamileague Times
By Awamileague Times জানুয়ারি ২৭, ২০১৭ ০৪:১২

  • Sorry. No data yet.
Ajax spinner